ইসলামের প্রথম যুগের বীর সাহাবি হজরত হামজা (রা.) উহুদ যুদ্ধে শহীদ হন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁকে শহীদদের নেতা বা সাইয়্যিদুশ শুহাদা হিসেবে ঘোষণা করেছেন।
বঙ্গবন্ধু ও ইসলামের ইতিহাস অনুযায়ী, হজরত হামজা (রা.) ইসলামের সূচনালগ্নে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন এবং সাহসিকতার পরিচয় দিয়ে মুসলিম সমাজকে শক্তিশালী করেন। তিনি মহানবী (সা.)-কে আঘাত করা মুশরিক নেতা আবু জাহেলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালান।
উহুদ যুদ্ধে হজরত হামজা (রা.) নির্মমভাবে শহীদ হন। শহীদের এই বীরকে হত্যা করেছিলেন ওয়াহশী ইবনে হারব, যিনি তখন একজন দাস ছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করে ধন্য হন।
রাসুল (সা.) শহীদ হামজার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং কিয়ামতের দিনে তাঁকে সকল শহীদের নেতা ঘোষণা করেন। তিনি বলেন, “তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তুমি আত্মীয়তার ক্ষেত্রে সচেতন এবং অত্যন্ত সৎকর্মশীল ছিলেন।”
হজরত হামজা (রা.) ইসলামের ইতিহাসে সাহস, ন্যায়বিচার এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
আরএস
No comments yet. Be the first to comment!