ধর্ম

৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি ও দর্শনার্থী

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৫:৫৫ এএম
৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি ও দর্শনার্থী

সৌদি আরবের দুই পবিত্র মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববী—এ এক মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি ও দর্শনার্থী আগমন করেছেন। হিজরি ১৪৪৭ সনের জুমাদিউস সানি মাসে এ সংখ্যা আগের মাসের তুলনায় ২১ লাখ বেশি।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান কর্তৃপক্ষের তথ্যমতে, ওই মাসে প্রায় ৩ কোটি মুসল্লি মসজিদুল হারামে ইবাদত করেছেন। এর মধ্যে ৯৪ হাজার ৭০০ জন কাবা শরিফ সংলগ্ন মাতাফ এলাকায় নামাজ আদায় করেছেন। মদিনার মসজিদে নববীতে জুমাদিউস সানি মাসে ২ কোটি ৩১ লাখ মুসল্লি ইবাদত ও জিয়ারতের জন্য উপস্থিত হয়েছেন। এ ছাড়া রাসুলুল্লাহ (সা.)-এর রওজা প্রাঙ্গণে প্রবেশ করেছেন ১৩ লাখ মুসল্লি, আর মহানবী (সা.) এবং দুই সাহাবির কবর জিয়ারত করেছেন ২৩ লাখ মানুষ।

তত্ত্বাবধান কর্তৃপক্ষ আরও জানায়, জুমাদিউস সানি মাসে দেশি-বিদেশি মিলিয়ে ১ কোটি ১৯ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীর সংখ্যা ১৭ লাখের বেশি। ডিজিটাল সেবা ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থার কারণে মুসল্লিদের আগমন ও ইবাদতের প্রক্রিয়া সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

উন্নত সেবা ও আধুনিক ব্যবস্থাপনার কারণে ওমরাহ ও জিয়ারতের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দুই পবিত্র মসজিদে মুসল্লি ও ওমরাহ যাত্রীর উপস্থিতি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় হজ, ওমরাহ ও জিয়ারত আরও সহজ, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিজিটাল ব্যবস্থাপনা, পরিচালনাগত উন্নয়ন এবং যাত্রাপথ থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!