ধর্ম

মাত্র ৩৫ রিয়ালে উঠা যাবে ঐতিহাসিক উহুদ পাহাড়ে

আপডেট: নভে ১১, ২০২৫ : ০৬:৫৬ এএম
মাত্র ৩৫ রিয়ালে উঠা যাবে ঐতিহাসিক উহুদ পাহাড়ে

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় আগত দর্শনার্থীরা এখন মাত্র ৩৫ রিয়াল খরচ করে গাড়িতে চড়ে সহজেই উঠতে পারবেন ঐতিহাসিক উহুদ পাহাড়ে। এই সেবা চালুর আগে পাহাড়ের চূড়া পর্যন্ত যেতে দুই ঘণ্টারও বেশি হাঁটতে হতো, এখন তা সম্ভব হচ্ছে কয়েক মিনিটের ভ্রমণে।

মদিনার উত্তর পাশে মসজিদে নববীর কাছে অবস্থিত উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানেই সংঘটিত হয়েছিল ইসলামের প্রারম্ভিক যুগের বিখ্যাত উহুদের যুদ্ধ। 

নতুন এই গাড়িচালিত সেবা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করায় বয়স্ক ও চলাচলে অক্ষম মানুষদের জন্য উহুদ পাহাড়ে উঠা সহজ হয়ে উঠেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট স্থানে গাড়ি নিয়ে উঠার জন্য প্রতি গাড়িতে ৩৫ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। আগে কষ্টসাধ্য হাঁটা পথে পাড়ি দিয়ে পৌঁছাতে হতো পাহাড়ের চূড়ায়। এখন থেকে পাহাড়ের উচ্চ স্থানগুলোতে সহজেই যেতে পারবেন দর্শনার্থীরা। তবে যারা পুরনো ঐতিহ্য ধরে রাখতে চান, তাদের জন্য আগের মতো হাঁটা পথও চালু থাকবে।

প্রশাসন জানিয়েছে, উহুদ পাহাড়ের ধর্মীয় মর্যাদা ও পবিত্রতা বজায় রেখেই এই নতুন সেবা চালু করা হয়েছে। এতে করে মদিনায় আগত ক্রমবর্ধমান হজ ও ওমরাহযাত্রীদের জন্য ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখা আরও সহজ হয়ে উঠবে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!