অর্থনীতি

মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

আপডেট: নভে ২২, ২০২৫ : ১১:৩৭ এএম ১৪
মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে সার্বিক সূচক ডিএসইএক্স ৩.৫৪ শতাংশ বেড়ে ৪,৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৪,৭০৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়ে ১,৮৭৮ পয়েন্টে পৌঁছেছে, আগের সপ্তাহে যা ছিল ১,৮৫১ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৪১.৩৩ পয়েন্ট বাড়ে ১,০১৮ পয়েন্টে।

ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মোট ৩৬৯টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডে লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪৭টির দর বেড়েছে, ১৮টির কমেছে, চারটির অপরিবর্তিত এবং ৪৪টির কোনো লেনদেন হয়নি। সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার। অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। সপ্তাহ শেষে তা দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকায়। অর্থাৎ, ৭,৮২০ কোটি টাকা বা ১.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিএসইতে পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৩৯৭.৫৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৫৪.৩৫ কোটি টাকা। এর মানে, দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২.১৯ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে প্রকৌশল খাত শীর্ষে অবস্থান করছে, মোট লেনদেনের ১২.০১ শতাংশ দখল করছে। এরপর ওষুধ ও রসায়ন (১১.৬৬%), বস্ত্র (১১.২২%), ব্যাংক (১০.১৯%) এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত (১০.০৫%) অবস্থান করছে। ডিএসইতে সর্বাধিক ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে (১৩.৩৯%), আর্থিক প্রতিষ্ঠান খাতে ৯.৭১%, সিরামিক খাতে ৮.২৮% এবং তথ্যপ্রযুক্তি খাতে ১২.০৫%। নেতিবাচক রিটার্ন এসেছে টেলিযোগাযোগ খাতে ০.৯% ও ওষুধ ও রসায়ন খাতে ০.৫%।
চট্টগ্রামের চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১.৮০% বেড়ে ১৩,৬৪২ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.২০% বেড়ে ৮,৪১৯ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১১টির। মোট লেনদেন হয়েছে ৪৬.৭৭ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৮০.৩৬ কোটি টাকা।


আরএস

Tags:
পুঁজিবাজার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!