নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করায় ব্যয় বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে বাড়তি ব্যয় বাজেটের জন্য কোনো সমস্যা তৈরি করবে না বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে, তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।” নির্বাচন কমিশনের জন্য যেসব বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, তার সঙ্গে প্রবাসী ভোটের ব্যবস্থা ও গণভোট যোগ হওয়ায় বাজেট কিছুটা বাড়বে বলেও জানান তিনি।
দুই দিন ধরে নির্বাচন ও গণভোট আয়োজনকে ‘কঠিন কাজ’ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের প্রথা রয়েছে।”
আরএস
No comments yet. Be the first to comment!