রাশিয়া ও সৌদি আরব থেকে মোট ৭৫ হাজার টন সার আমদানি করছে সরকার। এতে ব্যয় হবে ৩৯৯ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা। আজ সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকসূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের সাবিক অ্যাগ্রি–নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১০ম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৯২০ টাকা।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাশিয়ার জেএসসি প্রোডিন্টর্গ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় ৭ম লটের ৩৫ হাজার টন এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়া থেকে এই সার আমদানিতেও ব্যয় হবে ১৯৯ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৯২০ টাকা। সরকার বলছে, কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সার আমদানি প্রক্রিয়া নিয়মিতভাবে চালু রাখা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!