অর্থনীতি

পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারে দরপতন, লেনদেনেও ভাটা

আপডেট: নভে ২৬, ২০২৫ : ০৯:৫১ এএম ১৩
পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারে দরপতন, লেনদেনেও ভাটা
ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো মূল্যসূচক কমেছে এবং লেনদেনেও ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মোট ৩৮৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৭৪টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ১০ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস ৩০ ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান নিয়েছে।

লেনদেনের দিক দিয়ে ডিএসইতে আজ মোট ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকালের তুলনায় লেনদেন ১০৮ কোটি ৫১ লাখ টাকা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ১২ পয়েন্টে নেমেছে। এক্সচেঞ্জটিতে আজ ১৭৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; এর মধ্যে ৮২টির দর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৭০ লাখ টাকা, যা গতকালের ২১ কোটি ৯১ লাখ টাকার চেয়ে বেশি।

 

আরএস

Tags:
ডিএসই ঢাকা স্টক

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!