অর্থনীতি

ব্যাংকের এমডি নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ

আপডেট: নভে ২৬, ২০২৫ : ০১:৩২ পিএম ১৩
ব্যাংকের এমডি নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ
ফাইল ছবি

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের যোগ্যতায় পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এমডি পদে নিয়োগ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা উভয়ভাবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আজ বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, আগের নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। গত ফেব্রুয়ারিতে জারি করা সার্কুলারে বলা হয়েছিল, এমডি বা সিইও পদে নিয়োগের জন্য ব্যাংকিং পেশায় অন্তত ২০ বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রধান নির্বাহীর অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

নতুন নির্দেশনায় এই শর্তটি সংশোধন করে বলা হয়েছে— ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি ডিএমডি বা এএমডি পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প ব্যবস্থাও যোগ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো প্রার্থী ব্যাংক বা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের পদে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতা রাখেন এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের পদে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে তিনিও এমডি/সিইও হওয়ার যোগ্য হবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ধারা ৪৫ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!