রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজি আসা শুরু হলেও দাম বাড়তি রয়ে গেছে। মালিবাগ, রামপুরা ও অন্যান্য বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মূলা ও নতুন আলুসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় দাম এখনো বেশি।
বিক্রেতারা জানান, উৎপাদন এলাকায় নতুন সবজির দাম বেশি থাকায় ঢাকার পাইকারি ও খুচরা বাজারেও দাম উঁচু। এছাড়া অক্টোবরের অতিবৃষ্টি কিছু সবজি নষ্ট করায় কৃষকরা বেশি দামে বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন। শীত মৌসুম পুরোপুরি শুরু হলে দাম কমবে বলে তারা আশা করছেন।
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ফুলকপির দাম ৪০–৫০ টাকা, বেগুন ৮০–১০০ টাকা, নতুন শিম ৮০–১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন আলু ১২০–১৫০ টাকা, পুরাতন আলু ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। টমেটো ১৫০, করলা ১০০, গাজর ৮০, বরবটি ৯০–১০০ এবং ধুন্দল ও ঝিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শাক-সবজির দামও বেশি, প্রতি আঁটি শাক কিনতে কমপক্ষে ২০ টাকা খরচ হচ্ছে। ক্রেতারা অভিযোগ করেছেন, শীতের ভরপুর মৌসুমে সাধারণত সবজি সস্তা হওয়া উচিত হলেও এবারও বাড়তি দামে কিনতে হচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!