অর্থনীতি

এমটিবি পার্পেচুয়াল বন্ডের ৬ মাসের মুনাফা ১০ শতাংশ ঘোষণা

আপডেট: ডিসে ০১, ২০২৫ : ০৯:০৯ এএম ২৩
এমটিবি পার্পেচুয়াল বন্ডের ৬ মাসের মুনাফা ১০ শতাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তার ‘এমটিবি পার্পেচুয়াল বন্ড’-এর অর্ধবার্ষিক মুনাফা বা কুপন রেট ঘোষণা করেছে। আগামী ৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ জুন পর্যন্ত সময়ের জন্য ইউনিটধারীরা ১০ শতাংশ হারে মুনাফা পাবেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় এই কুপন হার অনুমোদন করা হয়। ২০২৩ সালে এমটিবি এই বন্ড ইস্যু করে ৪০০ কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং মোট ইউনিটের সংখ্যা ৪ হাজার।

বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ পরে জানানো হবে। আজ বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না। তবে তালিকাভুক্তির পর দরে কোনো পরিবর্তন হয়নি এবং এখন পর্যন্ত কোনো ইউনিটও লেনদেন হয়নি।

 

আরএস

Tags:
পুঁজিবাজার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!