অর্থনীতি

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ

আপডেট: ডিসে ০৭, ২০২৫ : ০৬:০১ পিএম ১০
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, আমদানি শুরু হওয়ার খবরেই পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জের পাইকারি ব্যবসায়ী কালু শেখ জানান, গতকাল শনিবার পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ১১০ টাকায় এবং খুচরায় ১২০ টাকায়। আজ রোববার দাম কমে পাইকারিতে কেজি ৮০ টাকা এবং খুচরায় ১০০ টাকায় নেমে এসেছে। তিনি মনে করেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সন্ধ্যায় দুটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। সরকারের সীমিত পরিসরে আমদানি অনুমতি দেওয়ার পর এ বন্দর দিয়ে আজ থেকে পেঁয়াজ আসা শুরু হলো। আগামীকাল সোমবার আরও কয়েকটি ট্রাক প্রবেশ করতে পারে বলেও জানান তিনি।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এই বন্দর দিয়ে ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৩০টি আইপি ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুই ব্যবসায়ী ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন। তিনি আরও বলেন, চলতি বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!