বাংলাদেশ আগামী ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহতভাবে পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। হাইকমিশনার সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ যুক্তরাজ্যে রপ্তানিকৃত প্রায় ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে। তাঁর মতে, এটি বাংলাদেশের পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!