আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন–বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এতে খরচ হবে ২১৪ কোটি ৯০ লাখ ৯ হাজার ৮৬০ টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। বৈঠকের তথ্য অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫–২৬ অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রের প্যাকেজ–০৭ এর আওতায় ভারতের মেসার্স নিউট্রিয়াগ্রো ওভারসিজ ওপিসি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫১.৪৯ মার্কিন ডলার। এর আগে গত ২৪ নভেম্বর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আরও ৫০ হাজার টন নন–বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেয় সরকার। এতে ব্যয় ধরা হয় ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।
এরও আগে ১৮ নভেম্বর সিঙ্গাপুরের মেসার্স আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সমপরিমাণ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৫৬০ টাকা। প্রতি টনের দাম ৩৫৪.১৯ মার্কিন ডলার। তাছাড়া ২২ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আরেক বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে সরকারি–টু–সরকারি (জিটুজি) পদ্ধতিতে মোট এক লাখ টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫০ হাজার টন নন–বাসমতি সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল রয়েছে। মোট ব্যয় ধরা হয় ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
আরএস
No comments yet. Be the first to comment!