কানাডা ও সৌদি আরব থেকে মোট ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৭৫ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা। পাশাপাশি ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির আরেকটি প্রস্তাবে ১৯৪ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। বৈঠকের তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের সাবিক এগ্রি–নিউট্রিনেটস কোম্পানি থেকে ১১তম লটের ৪০ হাজার মেট্রিক টন সার কেনা হবে। ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম দাঁড়ায় ৪১৩.৪৬ মার্কিন ডলার।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্সিয়াল কর্পোরেশন ও বিএডিসির মধ্যে চুক্তির আওতায় ১০ম লটের আরও ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা। প্রতি টনের দাম ৩৫১.৫০ মার্কিন ডলার।
শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির অনুমতি দেওয়া হয়। ব্যয় হবে ১৯৪ কোটি ২৩ হাজার ৮৭২ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ৭৪৫.২০ মার্কিন ডলার। সুপারিশকৃত সরবরাহকারী প্রতিষ্ঠান হলো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মেসার্স জেনট্রেড এফজেডই, প্রস্তুতকারক ওসিপি এস.এ., মরক্কো।
আরএস
No comments yet. Be the first to comment!