অর্থনীতি

আজ জাতীয় ভ্যাট দিবস উদযাপন শুরু

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৮:০৪ এএম
আজ জাতীয় ভ্যাট দিবস উদযাপন শুরু

 “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপিত হবে জাতীয় ভ্যাট দিবস। দিবসটির অংশ হিসেবে ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ কর্মসূচিও পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের প্রধান কার্যালয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ। এনবিআর জানিয়েছে, ভ্যাট দিবসের গুরুত্বকে সামনে রেখে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে। লক্ষ্য ১ লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। গত অর্থবছরে মোট ভ্যাট আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিগত বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “আগামী বছর ভ্যাট নিবন্ধন ব্যতীত কেউ ব্যবসা করতে পারবে না—এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। চলতি মাসের মধ্যে এক লাখ নতুন নিবন্ধিত প্রতিষ্ঠান বাড়াবে। বর্তমানে ভ্যাট নেট খুবই ছোট এবং প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া কার্যক্রম চালাচ্ছে।”

তিনি আরও জানান, ভ্যাট আদায় ব্যবস্থাপনা জোরদার করার মাধ্যমে দেশের আর্থিক বুনিয়াদ মজবুত করা সম্ভব। তবে ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ অটোমেশন ও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ভ্যাট সংগ্রহের সীমাবদ্ধতা চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের মূসক ব্যবস্থা ১৯৯১ সালে প্রবর্তিত হয়। সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে জাতীয় ভ্যাট দিবস উদযাপন করা হচ্ছে। ২০১৩ সাল থেকে দিবসের সঙ্গে সংযুক্ত করে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে। ভ্যাট সম্পর্কিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সময় দেশের সব মোবাইল অপারেটরের মাধ্যমে এসএমএস, রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।

 

আরএস

Tags:
ভ্যাট

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!