অর্থনীতি

নির্বাচনের আগে বই প্রিন্ট হলে শিক্ষার্থীদের দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৮:১১ এএম
নির্বাচনের আগে বই প্রিন্ট হলে শিক্ষার্থীদের দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

শিক্ষার্থীরা এবার যথাসময়ে পাঠ্যপুস্তক পাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনের আগে বই প্রিন্ট হলে তা বিতরণ করা হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের সাথে বইয়ের কি সম্পর্ক? নির্বাচন তো বলবে না–বই দিয়েন না। নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিছু রেস্ট্রিকশন থাকে। বইয়ের ব্যাপারে আমরা আরও উৎসাহ দেব।”

ড. সালেহউদ্দিন বলেন, ক্লাস ১ থেকে ১০ পর্যন্ত বাকি পাঠ্যপুস্তকগুলোর রিটেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছে এবং অনুমোদনও দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, এবার বইগুলো যথাসময়ে পাওয়া যাবে। কিছু শ্রেণির বই সামান্য দেরিতে পৌঁছাতে পারে, তবে বড় ধরনের বিলম্ব হওয়ার কথা নয়। তিনি আরও জানান, বইয়ের মান ও গুণগত মান মেইনটেইন করা হচ্ছে। শিক্ষার্থীদের নতুন বই বিতরণের বিষয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যেরও উল্লেখ করে তিনি বলেন, জানুয়ারির মধ্যে টার্গেট অনুযায়ী বেশির ভাগ বই বিতরণ করা সম্ভব হবে।

অর্থ উপদেষ্টা বৈঠকের বিষয়ে আরও বলেন, ফসল ভালো হয়েছে এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। মসুর ডালের দাম কমানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পেঁয়াজের সরবরাহও বৃদ্ধি পাচ্ছে। তবে বাজারের খুচরা ব্যবসায়ী ও আমদানিকারকদের প্রভাব মূল্যস্ফীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, “মূল্যস্ফীতি কমানো শুধু মনিটারি পলিসি দিয়ে সম্ভব নয়, সাপ্লাই সাইটও গুরুত্বপূর্ণ।” ড. সালেহউদ্দিন আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগ ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার্থীদের যথাসময়ে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!