সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। ফলে সবকটি মূল্যসূচকই দিনের শেষে নিম্নমুখী অবস্থানে বন্ধ হয়েছে। তবে দরপতনের মধ্যেও বাজারে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার–সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২২৭টির এবং ৫৩টির দর অপরিবর্তিত ছিল। বাজারজুড়ে দরপতন চাপ থাকায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪২ পয়েন্টে নেমে আসে। শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩১ পয়েন্টে এবং নির্বাচনভুক্ত ভালো কোম্পানির সূচক ডিএস–৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান নেয়।
দরপতন হলেও লেনদেনের চিত্র ছিল উল্টো। দিনজুড়ে ডিএসইতে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার–ইউনিট হাতবদল হয়, যা আগের কার্যদিবসের ৪৫৮ কোটি ০৩ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত ২৫ নভেম্বরের পর এদিনই সর্বোচ্চ লেনদেন হয়েছে। ওই দিন লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
বাজার–সংশ্লিষ্টরা বলছেন, সূচক নিম্নমুখী হলেও কিছু ভালো শেয়ারে মূল্যসংশোধন ও স্বল্পমেয়াদি সুযোগ দেখেই বিনিয়োগকারীরা লেনদেনে সক্রিয় হয়েছেন। তবে সামগ্রিকভাবে বাজার এখনো চাপের মধ্যেই রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!