রাজধানীর কাঁচাবাজারে শীতের আমেজ থাকলেও সবজির দামে তেমন পরিবর্তন আসেনি। বেগুন, পেঁপে—কিছু সবজির দাম কমলেও ফুলকপি, বাঁধাকপিসহ বেশির ভাগ শীতকালীন সবজির দাম আগের মতোই চড়া। ফলে স্বস্তির বাজারের আশা এখনও পূরণ হয়নি ক্রেতাদের।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও কাঁটাবনসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, মৌসুমী সবজির প্রতি চাহিদা বাড়লেও সরবরাহ প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। সেই কারণে দাম কমছে না।
কিছু সবজির দামে সামান্য স্বস্তি
গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কমেছে উল্লেখযোগ্যভাবে।
-
বেগুন কেজি ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা
-
মুলা ৪০ থেকে ৩০ টাকা
-
পেঁপে ৪০ থেকে ৩০ টাকা
-
কুমড়ো ৫০ থেকে ৪০ টাকা
-
গাজর ৮০ থেকে নেমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে
তবে এসব ব্যতিক্রম ছাড়া শীতের প্রধান সবজিগুলোর দাম টসকায় না।
শীতের সবজিতে দাম অপরিবর্তিত
-
ফুলকপি কেজি ৪০ টাকা
-
বাঁধাকপি ৪০ টাকা
-
করলা ১০০ টাকা
-
শসা ৮০ টাকা
-
শিম ৬০ টাকা
-
কাঁচা মরিচ ৮০ টাকা
মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যবসায়ী জসিম বলেন, ‘শীত এসেছে, কিন্তু সরবরাহ এখনও বাড়েনি। চাহিদা বেশি—এ কারণেই দাম ধরে আছে। সামনে সরবরাহ বাড়লে দামও কমবে।’
ক্রেতাদের হতাশা
বাজার করতে আসা শিমুল হোসেন বলেন, ‘প্রতি বছরই শীত এলেই সবজির দাম কমে। এবার কেন যেন তা দেখা যাচ্ছে না।’
আরেক ক্রেতা ইসমাইলের আক্ষেপ, ‘সবজির দাম কমলে গরিব মানুষ একটু স্বস্তিতে থাকে। এবার শীতেও সেই স্বস্তি নেই।’
বিক্রেতা–ক্রেতা উভয়েই আশা করছেন, শীত আরও জেঁকে বসলে ক্ষেত থেকে সরবরাহ বাড়বে, আর তখন বাজারেও আসবে স্বস্তি।
আরএস

No comments yet. Be the first to comment!