জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি। তিনি ২০২৬ সালের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে জেসিআই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে ফল ঘোষণা করা হলে বিপুল ব্যবধানে বিজয়ী হন ফাহমিদুর রহমান অনি। নির্বাচনে দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নেন। ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনকে একটি শক্তিশালী গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে।
এর আগে ফাহমিদুর রহমান অনি জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ‘আউটস্ট্যান্ডিং লোকাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘১০০ শতাংশ ইফিসিয়েন্সি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। পাশাপাশি ‘গ্রিন জেনারেশন’ প্রকল্পের জন্য যৌথভাবে ‘বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন।
ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফাহমিদুর রহমান অনি বলেন, তাঁর কৌশলগত অগ্রাধিকার থাকবে লোকাল চ্যাপ্টারগুলোকে আরও শক্তিশালী করা, সদস্যপদ বৃদ্ধি ও ধরে রাখায় সহায়তা, সদস্যদের নেতৃত্ব উন্নয়ন, রিপোর্টিং ও ডকুমেন্টেশনের মানোন্নয়ন এবং অঞ্চলভিত্তিক নেতৃত্ব একাডেমি ও কর্মশালা আয়োজন। পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরি, সিনিয়র ও নতুন নেতাদের মধ্যে মেন্টরশিপ সংযোগ স্থাপন এবং টেকসই ও প্রভাব-চালিত প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানান, জেসিআইয়ের ইমপ্যাক্ট এরিয়া ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য নিশ্চিত করা এবং লোকাল চ্যাপ্টারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোও তাঁর কাজের গুরুত্বপূর্ণ অংশ হবে।
পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসা ও প্রকল্প ব্যবস্থাপনায় যুক্ত। পাশাপাশি তিনি ‘ইউনাইটেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেন্টার (ইউএলসিসি)’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিচালনা করছেন, যেখানে দক্ষতা ও ভাষা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
আরএস
No comments yet. Be the first to comment!