চলতি ২০২৫–২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ চালের প্রতি কেজির দাম ধরা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৯ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর অংশ হিসেবে সরকারি খাদ্য মজুত বৃদ্ধি এবং সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হচ্ছে।
এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ছয়টি দরপত্র জমা পড়ে। যাচাই–বাছাই শেষে সবগুলো দরপত্রকেই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচনা করা হয়। দরপত্র প্রক্রিয়া শেষে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করা হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী প্রতি টন সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার।
এই হিসাবে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। এতে প্রতি কেজি চালের ক্রয়মূল্য দাঁড়াচ্ছে ৪২ টাকা ৯৮ পয়সা।
আরএস
No comments yet. Be the first to comment!