চলতি ডিসেম্বরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাসটির প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা।
আজ রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৮ কোটি ৩০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে প্রবাসী আয় বাড়ায় ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বেড়েছে। মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক রোববার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ লেনদেনে প্রতি ডলারের দাম নির্ধারিত হয় ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৩১২ কোটি ডলার। ফলে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রবাসী আয় পাঠাতে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের দক্ষতা বৃদ্ধির ফলে রেমিট্যান্স বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা।
আরএস
No comments yet. Be the first to comment!