অর্থনীতি

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৪:৪২ পিএম
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক সম্পর্ক আরও স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে। “আমি সব সময় বলি, ট্রেড আর পলিটিকস এক নয়। কূটনৈতিক ক্ষেত্রে অনেক বিষয় থাকে। বাস্তবতা হলো—ভারত থেকে যদি চাল না এনে ভিয়েতনাম থেকে আনতে যাই, তাহলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি খরচ পড়বে।”

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে—এমনটা নয়। তবে সরকার চেষ্টা করছে, যেন কোনোভাবেই সম্পর্ক অস্বাভাবিক না হয়।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। “বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না,”—বলেন তিনি।

সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!