দেশের বাজারে সোনার দাম একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের সোনার দাম ভরিতে দুই লাখ ২২ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ মঙ্গলবার বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৫০ ডলার ছাড়িয়েছে।
সোনার দামের সঙ্গে সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিতভাবে দেশের বাজারে সোনা ও রুপার দাম সমন্বয় করা হচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!