ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে তফসিলি ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক গত বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমার জন্য প্রয়োজনীয় জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার সুবিধার্থে আজ দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। এ ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়া যাবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রার্থীদের জন্য ব্যাংকিং কার্যক্রম সীমিত হয়ে পড়ে। নির্বাচনী কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রার্থীরা মনোনয়নসংক্রান্ত আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরএস
No comments yet. Be the first to comment!