অর্থনীতি

ডিএসইতে প্রথম নারী এমডি হিসেবে নুজহাত আনোয়ারের যোগদান

আপডেট: ডিসে ২৮, ২০২৫ : ০৬:০৭ পিএম
ডিএসইতে প্রথম নারী এমডি হিসেবে নুজহাত আনোয়ারের যোগদান


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন নুজহাত আনোয়ার।
আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ১৮ ডিসেম্বর নুজহাত আনোয়ারকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক বছরের বেশি সময় ধরে পদটি শূন্য থাকার পর তাঁর যোগদানের মধ্য দিয়ে ডিএসই নতুন নেতৃত্ব পেল।

ডিএসইতে সর্বশেষ এমডি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসইসির সাবেক কর্মকর্তা এটিএম তারিকুজ্জামান। পুঁজিবাজারে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা গত বছরের ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করার পর থেকে প্রতিষ্ঠানটির এমডি পদটি শূন্য ছিল।

নুজহাত আনোয়ার বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে তাঁর দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। আইএফসিতে কাজ করার সময় তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।

আইএফসিতে কর্মরত অবস্থায় তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময় বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

নুজহাত আনোয়ার ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে বিশেষ দক্ষতার অধিকারী। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!