অর্থনীতি

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৫:৫৪ এএম
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে আজ শনিবার (৩ জানুয়ারি) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন। মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

আগে মেলার উদ্বোধন ১ জানুয়ারি নির্ধারিত ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা হওয়ায় উদ্বোধন ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্টে দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ২০০টির বেশি বিআরটিসি ডেডিকেটেড শাটল বাস মেলার উদ্দেশ্যে চলবে।

১৯৯৫ সাল থেকে বছরের শুরুতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন শুরু হয়। ২০২২ সাল থেকে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরের বিবিসিএফইসি স্থায়ী ভেন্যুতে মেলা বসছে। এবার এটি পঞ্চমবারের মতো পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!