অর্থনীতি

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম রোববার ঘোষণা হবে

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৬:০৬ এএম
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম রোববার ঘোষণা হবে

নতুন বছরের শুরুতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ে দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আগামী রোববার (৪ জানুয়ারি)। এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য তালিকা ঘোষণা করবে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি বা কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। নতুন নির্দেশনা বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের সামনে প্রকাশ করা হবে।

এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এই দাম পুনর্নির্ধারণ করা হয়ে থাকে।

বিইআরসি সূত্রে জানা গেছে, আগামী রোববারের ঘোষণার সঙ্গে এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দামও প্রকাশ করা হবে। ডিসেম্বরের সর্বশেষ সমন্বয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল, যা বর্তমানে ভ্যাটসহ ৫৭ টাকা ৩২ পয়সা প্রতি লিটার।

বাজারের খুচরা বিক্রেতাদের মাধ্যমে দামের তারতম্য নিয়ে নিয়মিত অভিযোগ পাওয়ায় কমিশন এর ওপরও নজর রাখছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং সৌদি সিপি মূল্যের ওপর ভিত্তি করে রোববারের এই ঘোষণাটি পরবর্তী এক মাসের জন্য কার্যকর হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!