অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:৩৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন একই বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘ কর্মজীবনে গবেষণা ও মুদ্রানীতি–সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে তাঁকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি ও ইসলামী অর্থনীতি উপবিভাগে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং–সংক্রান্ত গবেষণায় যুক্ত ছিলেন।

২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন। সেখানে টানা ১৮ বছর ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইং-এ দায়িত্ব পালন করেন। বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর গবেষণাভিত্তিক কাজ রয়েছে। জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষিঋণ ও মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত বিষয়ে তাঁর লেখা অন্তত ১৫টি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

এ ছাড়া সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ভোক্তা ঋণ নিয়ে পরিচালিত একাধিক গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওয়াহেদুজ্জামান সরদার।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!