অর্থনীতি

পাটবীজের সংকট হবে না: উপদেষ্টা

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০১:২৬ পিএম
পাটবীজের সংকট হবে না: উপদেষ্টা

চলতি মৌসুমে মানসম্মত পাটবীজের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, পাটবীজের ঘাটতি দূর করতে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।

বৈঠকে পাট রপ্তানিকারকেরা অভিযোগ করেন, কাঁচা পাট রপ্তানির সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পাট মজুত করছেন। এতে বাজার অস্থিতিশীল হয়ে উঠছে এবং পাটের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ফলে প্রকৃত পাটচাষিরা প্রত্যাশিত লাভ পাচ্ছেন না, বরং মজুতদাররা লাভবান হচ্ছেন।

নেতারা বলেন, অবৈধ মজুতদারি বন্ধ করা না গেলে পাটখাতের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক, ব্যবসায়ী এবং শিল্পকারখানাগুলো ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাটের অবৈধ মজুতদারি প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি জানান, পাট উৎপাদন বেশি হয়—এমন চারটি জেলায় অচিরেই মজুতদারি রোধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামানিক, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, বোর্ড পরিচালক মোহাম্মদ শাহজাহান ও হেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!