জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই মূল্য ঘোষণা করে। কমিশন জানিয়েছে, নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এদিকে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। একই সময় অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছিল।
বিশ্ববাজারে এলপি গ্যাসের মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আরএস
No comments yet. Be the first to comment!