অর্থনীতি

অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি কমেছে ২.৬৩ শতাংশ

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৩:২১ পিএম
অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি কমেছে ২.৬৩ শতাংশ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) বৈশ্বিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি কমেছে ২.৬৩ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, এ সময়ে মোট পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলার।

আজ রোববার ইপিবির প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, আলোচিত ছয় মাসে নিট পোশাক (নিটওয়্যার) রপ্তানি হয়েছে ১ হাজার ৪৮ কোটি ৮১ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.২২ শতাংশ কম। এর আগে ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে নিট পোশাক রপ্তানি হয়েছিল ১ হাজার ৮৩ কোটি ৭৪ লাখ ডলার।

একই সময়ে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৮৮৭ কোটি ৭৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের প্রথম ছয় মাসের ৯০৫ কোটি ৩ লাখ ডলারের তুলনায় ১.৯১ শতাংশ কম।

এদিকে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। ইপিবির হিসাবে, মাসটিতে মোট পোশাক রপ্তানি হয়েছে ৩২৩ কোটি ৪১ লাখ ডলার, যা আগের বছরের ডিসেম্বরের তুলনায় ১৪.২৩ শতাংশ কম। গত ডিসেম্বর মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ১৬৩ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৬০ কোটি ২৪ লাখ ডলার। আগের বছরের একই মাসে নিট পোশাক রপ্তানি ছিল ১৮৯ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানি ছিল ১৮৭ কোটি ৮৭ লাখ ডলার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাবের পাশাপাশি দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাবেও পোশাক রপ্তানিতে ভাটা পড়েছে। বৈশ্বিক মন্দায় ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে ভারত ও চীনের ব্যবসায়ীরা ইউরোপের বাজারে তুলনামূলক কম দামে পোশাক সরবরাহ করছে, এতে প্রতিযোগিতা বাড়ছে বাংলাদেশের জন্য। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা নতুন রপ্তানি আদেশ দিতে দ্বিধায় রয়েছেন।

তবে অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি কমলেও একক বছর হিসেবে ২০২৫ সালে পোশাক রপ্তানি সামান্য বেড়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৮২ কোটি ৪৭ লাখ ডলার। এর আগের বছর ২০২৪ সালে এ খাত থেকে রপ্তানি হয়েছিল ৩ হাজার ৮৪৮ কোটি ২১ লাখ ডলার। অর্থাৎ গত বছর পোশাক রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ২৬ লাখ ডলার বা প্রায় ০.৮৯ শতাংশ।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!