অর্থনীতি

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর অর্থ উপদেষ্টার

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৭:০০ এএম
এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর অর্থ উপদেষ্টার

আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনৈতিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার অর্থ মন্ত্রণালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) যে কার্যক্রম পরিচালনা করেছে, তা আর্থিক খাতে সুশাসন জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে। এফআরসির কার্যকারিতা আরও বাড়াতে একটি সুস্পষ্ট অ্যাকশন প্ল্যান দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সেমিনারে এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া ‘বাংলাদেশে এফআরসি এবং অর্থনৈতিক শাসনব্যবস্থা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি দেশের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে এফআরসির ভূমিকা তুলে ধরেন।

অর্থ উপদেষ্টা গত আট মাসে এফআরসির কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংস্থাটির সক্ষমতা বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্রুত নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে এফআরসির ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, চারটি গুরুত্বপূর্ণ বিধিমালা জারি, এবং এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম অনুমোদন ও বাস্তবায়ন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণী সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোও প্রয়োজন। এ ক্ষেত্রে আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস, এক্সবিআরএল ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ গ্রহণ ও নবায়ন, পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় বৈঠক এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক প্রতিবেদন প্রণয়ন ও নিরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা আনতে এফআরসি চেয়ারম্যানের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন অর্থ উপদেষ্টা।

সেমিনারে অর্থ বিভাগ ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!