অর্থনীতি

দিল্লি-ঢাকা টানাপড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৯:০১ এএম
দিল্লি-ঢাকা টানাপড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপড়েন দেশের অর্থ-বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, “ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। তবে এ ঘটনার শুরু আমরা করিনি। এই রাজনৈতিক টানাপড়েন দেশের অর্থ-বাণিজ্যে প্রভাব ফেলবে না।”

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, দুই দেশ বসেই বিষয়টি মীমাংসা করবে এবং এটি রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে না বলে আশা করা যাচ্ছে।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!