সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার এক লিখিত নোটিশে সমিতির পক্ষ থেকে বলা হয়, ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত থাকবে।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ীরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। সেখানে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণের কোনো অগ্রগতি না হওয়ায় সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের নতুন করে মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশক ও ব্যবসায়ীদের হয়রানি এবং জরিমানা বন্ধের দাবি জানান তাঁরা।
ব্যবসায়ীরা আরও বলেন, এসব দাবি পূরণ না হলে এলপিজি খাতে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। তাই বাধ্য হয়েই তাঁরা সরবরাহ ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
আরএস
No comments yet. Be the first to comment!