দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি ১৪তম বর্ষে পদার্পণ করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে এক মাসের জন্য এই ছাড় কার্যকর থাকবে। নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে যাত্রীরা এ সুবিধা পাবেন। অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে ‘VQANNI14’ প্রমোকোড ব্যবহার করে ছাড় উপভোগ করা যাবে।
নভোএয়ারের যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা–চট্টগ্রাম রুটে। স্বল্প সময়ের মধ্যেই সময়ানুবর্তিতা, নিরাপত্তা ও যাত্রীসেবার মানের কারণে দেশীয় আকাশপথে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি পায় সংস্থাটি।
প্রতিষ্ঠার পর গত ১৩ বছরে নভোএয়ার ১ লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।
যাত্রীসেবাকে আরও আধুনিক ও সহজ করতে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট কেনার মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। এ ছাড়া স্মাইলস সদস্যদের জন্য বিভিন্ন ব্র্যান্ড আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ সুবিধাও দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ও নিরাপদ ফ্লাইটের মাধ্যমে যাত্রীসেবার মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।
আরএস
No comments yet. Be the first to comment!