অর্থনীতি

দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে

আপডেট: জানু ০৮, ২০২৬ : ০৬:০০ পিএম
দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ডলারের দরপতন রোধে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে, যা দর কমানোর সম্ভাবনা তৈরি করেছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ১৫টি ব্যাংক থেকে ২০ কোটি মার্কিন ডলার (২০৬ মিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই ১২২ টাকা ৩০ পয়সা ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ৩.৭৫ বিলিয়ন ডলার কিনেছে।

১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশে ৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১,৭১৭ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধ, সরকারি উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সুরক্ষিত রয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরেও প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী ছিল। ওই মাসে দেশে এসেছে ৩২৩ কোটি ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!