অর্থনীতি

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান হলেন কাজী মাহমুদ সাত্তার

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৫:৩৪ এএম
আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান হলেন কাজী মাহমুদ সাত্তার

আর্থিক খাতের অভিজ্ঞ ও সুপরিচিত ব্যক্তিত্ব কাজী মাহমুদ সাত্তার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির নমিনেটেড ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাজী মাহমুদ সাত্তারের ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু হয়। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ ছাড়াও ভারতের মুম্বাই ও অস্ট্রেলিয়ার মেলবোর্নে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেন তিনি। দেশের প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যাংকিং কাঠামো গঠনের ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

দেশের দুই শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক—ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন কাজী মাহমুদ সাত্তার। এ ছাড়া তিনি ব্র্যাক ব্যাংক, বিকাশ ও আইপিডিসি ফাইন্যান্সসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ নেতৃত্বের ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি ও ব্লু ওয়েলথ অ্যাসেটসসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নে কাজী মাহমুদ সাত্তারের অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং অবকাঠামো উন্নয়নে তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘কাজী মাহমুদ সাত্তারের মতো অভিজ্ঞ একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে পাওয়া আমাদের জন্য গর্বের। তাঁর নেতৃত্বে আইডিএলসি ফাইন্যান্স উদ্ভাবন ও প্রবৃদ্ধির নতুন পর্যায়ে পৌঁছাবে বলে আমরা আশাবাদী।’


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!