অর্থনীতি

পে স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৫:২৯ পিএম
পে স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি পর্যায়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে কমিশন গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা একটি সংবাদমাধ্যমকে বলেন, গভর্নর কী বক্তব্য দিয়েছেন, সেটি তাঁর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়।

এর আগে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই এবং বর্তমান সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। গভর্নরের এই বক্তব্যে হতাশ হয়েছেন পে স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে।

এই সরকারের মেয়াদে নবম পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেখা যাক। এ বিষয়ে কমিশন কাজ করছে। পে স্কেল প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, নবম পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে নাকি কেবল কাঠামো তৈরি করে দিয়ে যাবে—সে বিষয়ে পরবর্তীতে তিনি নিজেই জানাবেন।

এদিকে চলতি জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার বিকেলে ১২টি সরকারি কর্মচারী সংগঠন ও দপ্তরভিত্তিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এই জানুয়ারি মাসের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা পর্যায়ে প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।’


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!