অর্থনীতি

১৮০ দিন অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত কর পরিদর্শক

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৪৪ পিএম
১৮০ দিন অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত কর পরিদর্শক

কর্মস্থলে টানা ও বিচ্ছিন্নভাবে মোট ১৮০ দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে এক কর পরিদর্শককে চাকরিচ্যুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চাকরিচ্যুত কর্মকর্তার নাম একেএম আসাদুজ্জামান নূর।

আজ রোববার (১১ জানুয়ারি) এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ সই করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এনবিআর সূত্র জানায়, একেএম আসাদুজ্জামান নূর ২০১৭ সালের ২ এপ্রিল কর পরিদর্শক হিসেবে পদোন্নতি পান এবং একই বছরের ১৮ এপ্রিল বরিশাল কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪–এ যোগদান করেন। পরে তাকে সার্কেল-১৬ (লালমোহন)–এ পদায়ন করা হয়। তবে যোগদানের পর থেকেই তিনি প্রায়ই বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন।

হাজিরা খাতা ও কারণ দর্শানোর নোটিশ অনুযায়ী, ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত তিনি ওই সার্কেলে মোট ৫৪ দিন অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে বরিশাল কর কমিশনারের কার্যালয়ে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। এরপর ২০২৩ সালের ১৭ জুলাই তাকে লিখিতভাবে সতর্ক করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সতর্ক করার পরও তার আচরণে পরিবর্তন আসেনি। ২০২৩ সালের ১৩ আগস্ট তাকে পুনরায় পরিদর্শী রেঞ্জ-৪–এ বদলি করা হলেও সেখানে তিনি আরও বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ওই রেঞ্জের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৪ আগস্ট থেকে ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি বিনা অনুমতিতে মোট ১২৬ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

দুই কর্মস্থল মিলিয়ে তার মোট অনুপস্থিতির দিনসংখ্যা দাঁড়ায় ১৮০ দিন। এনবিআরের মতে, এ ধরনের আচরণ অফিস শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি রাজস্ব আহরণে ব্যাঘাত সৃষ্টি করেছে।

পরবর্তীতে বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘ডিজারশন’-এর অভিযোগ প্রমাণিত হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত দেওয়া হয়।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!