অর্থনীতি

উদার অর্থনৈতিক পরিবেশ গড়তে বাণিজ্য নীতি সংস্কার করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৫৩ পিএম
উদার অর্থনৈতিক পরিবেশ গড়তে বাণিজ্য নীতি সংস্কার করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

উদার, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার বাণিজ্য নীতি ও সংশ্লিষ্ট আইনে সংস্কার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাণিজ্য কার্যক্রম সহজ করতে ‘আমদানি নীতি আদেশ’ (আইপিও) সংশোধনের কাজ চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, এসব সংস্কারের লক্ষ্য হলো লেনদেন প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা। একই সঙ্গে কোম্পানি আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আইনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনের সংশোধনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ক্ষুদ্র দ্বিপক্ষীয় ঘটনাগুলো সাধারণত বড় পরিসরের বাণিজ্যে প্রভাব ফেলে না। পাট রপ্তানিতে বিধিনিষেধের বিষয়টি দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে, কোনো দেশকে লক্ষ্য করে নয় বলেও জানান তিনি।

রমজান মাস সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!