অর্থনীতি

সোনার দাম আবার বাড়ল, ভরি ২ লাখ ১৩ হাজার টাকা

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৫:৪৩ পিএম
সোনার দাম আবার বাড়ল, ভরি ২ লাখ ১৩ হাজার টাকা

দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার ঊর্ধ্বগতির প্রভাব পড়ে স্থানীয় বাজারে ‘তেজাবি সোনার’ দাম বাড়ায় ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরিপ্রতি দাম ২ লাখ ১৩ হাজার টাকারও বেশি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে এসব দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে সোনার দাম শক্ত অবস্থানে রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার প্রতি আউন্সের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২০০ ডলার। এরই প্রভাবে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেট ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ৬০১ টাকা। মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যে সোনার দামের এই ধারাবাহিক বৃদ্ধি ভোক্তা ও বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে চাপ তৈরি করেছে।


আরএস

Tags:
সোনা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!