দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বড় ধরনের দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়েছে হাতে গোনা কয়েকটি শেয়ারের; বিপরীতে দর কমেছে তার ২১ গুণ বেশি সিকিউরিটিজের। বড় এই পতনে ডিএসইর সবকটি সূচক কমেছে ৫ থেকে ৬ শতাংশ। দৈনিক গড় লেনদেন নেমেছে প্রায় ২৭ শতাংশ। আর এক সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
বাজার–বিশ্লেষকদের মতে, পাঁচ ব্যাংকের শেয়ারদর শূন্য ঘোষণা, বিএসইসির নতুন মার্জিন ঋণবিধান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’—এই তিন বিষয় বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষত মার্জিন ঋণসংক্রান্ত আতঙ্ক ও লকডাউনের জেরে শেষ কার্যদিবসে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কম। এতে কম দামে শেয়ার বিক্রি বেড়ে যায় এবং বাজারে ব্যাপক পতন দেখা দেয়। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩৮৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও বন্ডের। এর মধ্যে মাত্র ১৭টির দর বেড়েছে, কমেছে ৩৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৩টির। লেনদেন হয়নি ৩০টির।
সূচকের পতন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহে কমেছে ২৬৫ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৭০৩ পয়েন্টে; যা আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৯৬৮ পয়েন্ট। ডিএস–৩০ সূচক কমেছে ৮৯ পয়েন্ট (৪.৬০%) এবং শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ৬২ পয়েন্ট (৫.৯৯%)।
ইবিএল সিকিউরিটিজের বিশ্লেষণ বলছে, সূচকের পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, রেনাটা এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার।
লেনদেন কমেছে ২৭ শতাংশ সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৩৫৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৪৮৪ কোটি টাকার চেয়ে ২৬.৮৫ শতাংশ কম।
বাজার মূলধনে বড় ধস সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৫ কোটি টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৬ হাজার ৯৪১ কোটি টাকা বা ২.৪৫ শতাংশ।
খাতভিত্তিক লেনদেন লেনদেনে সর্বোচ্চ অংশীদার ছিল প্রকৌশল খাত (১৪.১৪%)। এরপর রয়েছে ওষুধ–রসায়ন (১৩.৩৪%), বস্ত্র (৯.৯৯%), ব্যাংক (৮.৭৩%) এবং জ্বালানি–বিদ্যুৎ (৮.৩৩%)। সব খাতেই এসেছে নেতিবাচক রিটার্ন। এর মধ্যে জীবন বীমা খাতের পতন সবচেয়ে বেশি—১৮.৪%। কাগজ–মুদ্রণ, পাট, মিউচুয়াল ফান্ড ও তথ্যপ্রযুক্তি খাতেও এসেছে ১১–১৭ শতাংশের পতন।
সিএসইতেও বড় পতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সপ্তাহজুড়ে কমেছে ৩.৯৯ শতাংশ, নেমে এসেছে ১৩ হাজার ৪০১ পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে ৩.৪৪ শতাংশ। সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি টাকার, যা আগের সপ্তাহের তুলনায় কম। লেনদেন হওয়া ২৭২ সিকিউরিটিজের মধ্যে ২৩৬টির দর কমেছে এবং বেড়েছে মাত্র ২৯টির।
আরএস
No comments yet. Be the first to comment!