অর্থনীতি

সোনার দাম ভরিতে কমলো ৫৪৪৭ টাকা

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৫:৪২ এএম
সোনার দাম ভরিতে কমলো ৫৪৪৭ টাকা

টানা কয়েক দফা বৃদ্ধির পর অবশেষে কমলো সোনার দাম। দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৪৭ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম নেমে এসেছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকায়।

শনিবার (১৫ নভেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর প্রকাশ করে। আজ রোববার (১৬ নভেম্বর) থেকে এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ৮০ ডলারে নামায় স্থানীয় বাজারেও তেজাবি সোনার মূল্য হ্রাস পেয়েছে। সেই প্রভাবেই সোনার দাম সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দর (ভরি প্রতি)

২২ ক্যারেট: ২,০৮,২৭২ টাকা

২১ ক্যারেট: ১,৯৮,৮০১ টাকা

১৮ ক্যারেট: ১,৭০,৩৯৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪১,৭১৮ টাকা

রুপার দাম অপরিবর্তিত রুপার বাজারে কোনো পরিবর্তন আনেনি বাজুস।

২২ ক্যারেট রূপা: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রূপা: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রূপা: ৩,৪৭৬ টাকা

সনাতন রূপা: ২,৬০১ টাকা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস।


আরএস

Tags:
সোনার দাম বাজুস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!