অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। আগস্টের চ্যালেঞ্জের পর দেশ বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে। রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।” ড. সালেহউদ্দিন স্বীকার করেন যে, দেশের অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ এখনও আছে। তবে বর্হিবিশ্বে বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে এবং প্রধান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই দেশের অর্জন ও অগ্রগতি স্বীকৃতি দিয়েছে।
তিনি ভবিষ্যতের জন্য অতিরিক্ত ব্যয় কমানো ও জবাবদিহীতা বজায় রাখার আহ্বান জানান। উদাহরণ হিসেবে অতীতের মেগা প্রকল্পগুলো উল্লেখ করে বলেন, “কিছু প্রকল্প এখন স্মারক বা ভাস্কর্যের মতো হয়ে আছে। শত শত কোটি টাকা খরচ হলেও বাস্তবে খুব বেশি উপকার পাওয়া যায়নি। এসব থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।”
অর্থ উপদেষ্টা বলেন, আগামী মাসগুলো গুরুত্বপূর্ণ। বিদ্যমান কাঠামোকে পরিমার্জন ও সমন্বিত করে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে, যাতে তারা আরও আধুনিক ও কার্যকরভাবে এগিয়ে নিতে পারে। তিনি যোগ করেন, জাতীয় উন্নয়ন শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়; শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো খাতগুলোতেও মনোযোগ দেওয়া অপরিহার্য। ড. সালেহউদ্দিন সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “প্রকৃত সত্য উদঘাটনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে ত্রুটি-বিচ্যুতি তুলে ধরতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বোর্ড বিএপিও-নগদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
আরএস
No comments yet. Be the first to comment!