অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করবে

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৬:২৫ এএম
বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করবে

বাংলাদেশ ব্যাংক ৩০ নভেম্বর থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ কিছু গ্রাহক সেবা বন্ধ করবে। এই সেবার মধ্যে রয়েছে—ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সেবা, চালান সংক্রান্ত ভাংতি টাকা প্রদান এবং অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম।

প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হবে। পরে দেশের অন্যান্য বিভাগীয় কার্যালয়েও পর্যায়ক্রমে কার্যক্রম বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকরা আগের মতো এসব সেবা পাবেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংকের আধুনিকায়ন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং মূল ভবনের নিরাপত্তা জোরদারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতিঝিল কার্যালয়ে ২৮টি কাউন্টার ছিল যেখানে সেবা প্রদান করা হতো। নতুন পরিকল্পনায় ১২টি কাউন্টারে পাঁচ ধরনের সেবা বন্ধ করা হবে।

এছাড়া ডিসেম্বর থেকে মতিঝিল কার্যালয় থেকে নগদ টাকা, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কেনাবেচা বন্ধ হবে। সরকারি ট্রেজারি চালান জমা নেওয়া এবং ছেঁড়াফাটা নোট পরিবর্তনের সেবাও বন্ধ হবে। তবে ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোটের বিরোধ নিষ্পত্তি ও ব্যাংকের সঙ্গে লেনদেনের মতো কিছু সেবা ১৬টি কাউন্টারে চলবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের তিন লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশের বেশি রয়েছে মতিঝিল কার্যালয়ে।

সম্প্রতি মতিঝিল কার্যালয়ের সার্ভার জালিয়াতির ঘটনা ধরা পড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানান, সঞ্চয়পত্র বিক্রি বন্ধের সিদ্ধান্তটি শুধু নিরাপত্তা ও আধুনিকায়নের কারণে নেওয়া হয়েছে, সরাসরি জালিয়াতির ঘটনার কারণে নয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা সংক্রান্ত নিরাপত্তা নীতিমালার (KPI) অংশ হিসেবে উচ্চ নিরাপত্তা স্তর বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরএস

Tags:
বাংলাদেশ ব্যাংক

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!