জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হওয়া দিনে দেশের পুঁজিবাজারে দেখা গেল ইতিবাচক ধারা। টানা পতনের বৃত্তে ঘুরতে থাকা বাজারে আজ সোমবার সূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির ফলে বাজারে আসে ‘ঝলক’।
ডিএসইতে দরবৃদ্ধির আধিক্য: দিনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। একসময় ডিএসইর প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১১টার পরে চিত্র বদলাতে থাকে। একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকা থেকে দাম বাড়ার তালিকায় যোগ দেয়।
লেনদেন শেষে ডিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৩৫টির। দরপতনের তুলনায় দরবৃদ্ধি পাওয়া সিকিউরিটিজের সংখ্যা ৯ দশমিক ২০ গুণ বেশি। অপরিবর্তিত রয়েছে ১৬টি সিকিউরিটি। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে ৪,৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১,০০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১,৮৬৯ পয়েন্টে পৌঁছেছে।
লেনদেনে ৫০ কোটি টাকা বেশি সূচকের পাশাপাশি লেনদেনেও গতি ফিরে এসেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৫০ কোটি টাকা বেশি। সবচেয়ে বেশি লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস—১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। দ্বিতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিং (১২ কোটি ৭৭ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ (১০ কোটি ৭২ লাখ টাকা)।
সিএসইতেও উত্থান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ১১ কার্যদিবস পতনের পর আজ মূল্যসূচক বেড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ১৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪ কোটি ৭৬ লাখ টাকার তুলনায় প্রায় তিনগুণ।
আরএস
No comments yet. Be the first to comment!