আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাবে স্বর্ণ ও রৌপ্যের স্মারক মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ১৫ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই মুদ্রার দাম ছিল ১ লাখ ৭০ হাজার টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠায় স্মারক মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার টাকায়।
স্মারক রৌপ্যমুদ্রার দামও সমন্বয় করা হয়েছে। বাজারে থাকা ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের ১১ ধরনের রৌপ্যমুদ্রার প্রতিটির দাম ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!