সরকার সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) আমদানির অনুমোদন দিয়েছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (এমএসপিএ) অনুযায়ী ২৪টি প্রতিষ্ঠানকে দরপ্রস্তাব পাঠানো হয়।
এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৬৪ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনতে এই ব্যয় হবে।
আরএস
No comments yet. Be the first to comment!