রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিয়মিত খোলা থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সংগঠনের স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সাধারণ ক্রয়-বিক্রয় কার্যক্রম আগের মতোই চলবে।
তবে এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন এলাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এর পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটছে। আইনের লোকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসামাজিক কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
গত কয়েক দিনে রাজধানীতে ঘটানো নাশকতায় ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে অধিকাংশ গ্রেপ্তার শহরের বাইরে থেকে আসা। হামলাগুলোতে হেলমেট ও মাস্ক পরা যুবক এবং অপ্রাপ্তবয়স্করাও ব্যবহার করা হচ্ছে।
এদিকে, ১৩ নভেম্বরকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা নজরদারি, টহল ও সাঁড়াশি অভিযান বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে, কেউ নাশকতা করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।
আরএস
No comments yet. Be the first to comment!