বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন কেবলস এবার পা রাখছে আন্তর্জাতিক বাজারে। কোম্পানিটি সম্প্রতি মালদ্বীপের বাজারে কেবলস বাজারজাতের অনুমোদন পেয়েছে। দেশটির মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি ওয়ালটনকে মেইন পাওয়ার সাপ্লাই ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ব্যবহারের জন্য কেবলস বিক্রির অনুমতি দিয়েছে।
রবিবার (১০ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন এই তথ্য নিশ্চিত করে জানায়, মালদ্বীপে ইতোমধ্যেই এয়ার কন্ডিশনার রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই সেখানে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য রপ্তানির পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারের পাশাপাশি ওয়ালটন এখন বিদেশি বাজারেও কেবলস রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক মানদণ্ডে উৎপাদিত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় মালদ্বীপে সফলভাবে বাজারজাতের অনুমতি পেয়েছে কোম্পানিটি।
ওয়ালটন কেবলসের প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক বলেন, “মালদ্বীপে ক্যাবলস বাজারজাতের আগে ইউটিলিটি রেগুলেটরি অথরিটির অনুমোদন নিতে হয়। শুধুমাত্র আন্তর্জাতিক মান পূরণ করা কেবলসের অনুমতিই তারা দেয়। আমরা সেই মান ধরে রেখেছি।”
তিনি আরও জানান, মালদ্বীপে ওয়ালটনের পরিবেশক রানফাউন প্রাইভেট লিমিটেড ইতোমধ্যে দুটি চালান পাঠিয়েছে, আরও কয়েকটি পাঠানোর প্রস্তুতি চলছে।
ওয়ালটন কেবলসের চিফ বিজনেস অফিসার (সিবিও) রাজু আহমেদ বলেন, “মালদ্বীপ ছোট দেশ হলেও এর মাথাপিছু আয় অনেক বেশি। প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের কেবলস বাজার রয়েছে সেখানে, যা প্রতিবছরই বাড়ছে। নিরাপদ ও উন্নতমানের কেবলস সরবরাহের মাধ্যমে ওয়ালটন খুব দ্রুতই শক্ত অবস্থান তৈরি করবে।”
তিনি আরও জানান, ওয়ালটন দেশে হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন ও টেইলরমেইড কেবলস উৎপাদন ও বাজারজাত করছে। এর গুণগত মানের কারণে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে। মালদ্বীপের পর শিগগিরই আরও চারটি নতুন দেশে ওয়ালটন কেবলস রপ্তানির পরিকল্পনা রয়েছে।
No comments yet. Be the first to comment!